" />
AmaderBarisal.com Logo

আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু


আমাদেরবরিশাল.কম

২০ July ২০১১ Wednesday ৩:২০:৫২ PM

বরিশাল, ২০ জুলাই (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): ‘নিরাপদ মাছে ভরবো দেশ – বদলে দেবো বাংলাদেশ’ এ শোগানে বরিশালে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১১। বরিশাল সিটি করপোরেশণের মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন ২০ জুলাই মৎস্য সপ্তাহের উদ্ধোধন করেন। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অশ্বিনী কুমার হলে বেলা ১১টায় উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আরিফ-উর-রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, আঞ্চলিক মৎস্য ও প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী।

উদ্বুদ্ধকরন সভায় স্বাগত বক্ততা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো ওয়াহিদুজ্জামান। মৎস্য চাষীদের প্রতিনিধি হিসেবে আনিছুল ইসলাম তোতা ও মৎস্যজীবীদের পক্ষে বাবুল হাওলাদার বক্তৃতা করেন  সভা শুরুর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। উদ্ধোধন ও উদ্ধুদ্ধকরন সভা শেষে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন বঙ্গবন্ধু লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/কহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।