Current Bangladesh Time
Friday December ৫, ২০২৫ ৩:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » মিডিয়া গ্যালারি » অভিনন্দন হে অগ্রজ…
২১ February ২০১৪ Friday ৬:১৮:০১ AM
Print this E-mail this

অভিনন্দন হে অগ্রজ…
শরীফ খিয়াম


Golam-sarwar_3297 গোলাম সরোয়ার

গোলাম সরোয়ার

শিরোনামটি কাকে উদ্দেশ্য করে দেয়া তা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ,  ঠিকই ধরেছেন। তিনি গোলাম সরোয়ার। সংবাদপত্র জগতের এক জীবন্ত কিংবদন্তী। শিক্ষা-সংস্কৃতি বিকাশের আদি পূণ্যভূমি বরিশালের গৌরবজ্জল মুকুটে এবার আরেকটি পালক সংযুক্ত করলেন দেশের অন্যতম সফল ও প্রভাবশালী এই সম্পাদক। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তার একুশে পদক প্রাপ্তিতে  সমগ্র বরিশালবাসী আজ গর্বিত। এই গুনীজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামণা করে আমাদের বরিশাল ডটকম পরিবার।

গত ১১ ফেব্রুয়ারি এবারের পদকপ্রাপ্তদের নাম ঘোষিত হওয়ার পর থেকেই নানা স্তরের মানুষের অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত হয়েছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরোয়ার। মোবাইলে ফোন বা মেসেজ করে, ফেসবুক পেইজের ওয়াল বা ইনবক্সে লিখে, কিংবা সদলবলে অফিসে গিয়ে দেখা করে;  যে যেভাবে পারছেন তাকে অভিনন্দন জানাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি পদক নেয়ার পর এর মাত্রা আরো বেড়ে গেছে। ইতিমধ্যে তাকে সম্বর্ধনা দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি সংগঠন।

বরিশালের বানারীপাড়ায় ১৯৪৩ সালে জন্মগ্রহন করেন গোলাম সরোয়ার। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানকার ছাত্র খাকাবস্থায় ১৯৬৩ সালে দৈনিক সংবাদের সাব-এডিটর হিসাবে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৭১ সালের ২৫ মার্চের ‘কালো রাতে’ তিনি ওই পত্রিকার প্রধান সাব-এডিটরের দায়িত্বে ছিলেন। এরপর তিনি বানারীপাড়ায় গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর কয়েক মাস বানারীপাড়া হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

golam-sarwar-with-prime-minister-sheikh-hasina পদক পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোলাম সরোয়ার

পদক পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোলাম সরোয়ার – আমাদের বরিশাল ডটকম

১৯৭৩ সালে সাংবাদিকতায় ফেরেন গোলাম সরোয়ার। দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর (সিফট ইন চার্জ) পদে যোগ দেন । পরবর্তী ২৬ বছর তিনি সেখানে বিভিন্ন পদে কাজ করেছেন। এরই মধ্যে দেশের সবচেয়ে কমবয়সী বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে আলোচনায় এসেছিলেন। ১৯৯৯ সালে তিনি ইত্তেফাকের বার্তা সম্পাদকের চাকরি ছেড়ে দৈনিক যুগান্তরের সম্পাদক হিসাবে যোগ দেন।

সম্পাদক হিসাবে ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেন সরোয়ার। যমুনা গ্রুপের মালিকানাধীন যুগান্তরকে খুব দ্রুত একটি স্বকীয় অবস্থানে নিয়ে যেতে সমর্থ হন তিনি। এরপর ২০০৫ সালে দৈনিক সমকালের দায়িত্ব নেন। এর কিছু দিন পরই শারীরিক অসুস্থতাজনিত কারণে তাকে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নিতে হয়। এ কারণে তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।

পরবর্তীতে ২০০৬ সালে পুনরায় দৈনিক যুগান্তরে যোগ দেন সরোয়ার এবং ২০০৮ সালে ব্যাক্তিগত কারণে ছেড়েও দেন। অবশেষে ২০০৯ সালে তিনি আবার সমকালে যোগ দেন। এছাড়া বর্তসানে তিনি সরকারি সংবাদ সংস্থা বাবস’র একজন পরিচালক ।

বেশ কয়েক বার জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন গোলাম সরোয়ার। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন তিনি।  কলামিস্ট বা লেখক হিসাবেও তার জনপ্রিয়তা রয়েছে। সোস্যাল-কালচারাল এক্টিভিস্ট হিসাবেও তিনি সক্রিয়। বিভিন্ন চ্যানেলের টক শো’তেও তাকে নিয়মিতই দেখা যায় টিভি। ফেসবুক পেইজে তার অনুরাগীর সংখ্যা ২৩ হাজারের বেশী।

গোলাম সরোয়ারের স্ত্রী সালেহা সরোয়ার এবং দুই পুত্র ও এক কন্যা যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

সম্পাদনা: শরীফ খিয়াম

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে এইডসে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা
বরিশাল বিভাগের আরো ৩টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষনা
খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে
খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান
নগরীতে বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com