বরিশালের কাউনিয়া থানাধীন দক্ষিণ লামচরি এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আজাদ থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিবাদী মোঃ আবুল বাশার (৪৫), ছবি বেগম (৪০) ও গোলাম সরোয়ার (৪০)-এর সঙ্গে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরে গত ৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টার দিকে জনৈক লিমনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর তাকে একা পেয়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি করে।
তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এতে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ঘটনার পর তিনি কাউনিয়া থানায় হাজির হয়ে বিষয়টি জিডিভুক্ত করার আবেদন করেন। ডিউটি অফিসার মোঃ শহিদুল ইসলাম (বিপি-৮২০২০৭৯১৩৩) সাধারণ ডায়েরী প্রস্তুত করেন। জিডি প্রসঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছেন তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) উজ্জল ভক্ত।
এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে এইডসে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা
বরিশাল বিভাগের আরো ৩টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষনা
খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে
খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান
নগরীতে বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩