সাংবাদিক বোনের প্রশ্নে যে উত্তর দিলেন জাকের
৫ March ২০২৪ Tuesday ১২:০৯:৩১ PM
অনলাইন নিউজ ডেস্কঃ গতকাল সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের লড়ে যাওয়াটাই ছিল প্রাপ্তি। শেষদিকে ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখানো জাকেরকেই প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ম্যাচশেষে তার অনুভূতি কি, তা নিয়ে প্রশ্ন করলেন নিজের আপন সাংবাদিক বোনই। জাকের আলীর আপন বোন শাকিলা ববি পেশায় একজন সাংবাদিক। একটি জাতীয় দৈনিকে সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। বাংলাদেশ তিন রানে হারার পর সংবাদ সম্মেলন কাভার করতে এসেছিলেন ববি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভাই জাকেরকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনি তো এই সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিল। কতটা উপভোগ করেছেন?’ বোনের প্রশ্নের জবাবে জাকের আলীও দেখালেন পেশাদারিত্ব। জবাবে বলেন, ‘হ্যাঁ এই জিনিসটা (বিপিএল) আসলে কাজে দিয়েছে। বিপিএল শেষ হওয়ার ২ দিনের মধ্যে এখানে। বিপিএলের এটমস্ফিয়ার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা। অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে ধারণা ছিল। আমি সবসময়ই সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। ’ ‘আমার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও এখানে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু ঠিক ছিল। যদি ম্যাচটা জিততে পারতাম তাহলে ভালো হতো। ’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||