Read more" />
AmaderBarisal.com Logo

ইন্দুরকানীতে রাস্তার পাশ থেকে অস্ত্র উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৩ August ২০২৪ Tuesday ৮:০৭:২৫ PM

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা এলাকার রাস্তার পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। 

থানা পুলিশ সূত্র জানান, সকালে ওই এলাকার আব্বাস হোসেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় রাস্তার পাশে এয়ার গানটি পড়ে থাকতে দেখেন তিনি। পরে সেখান থেকে সেটি উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মারুফ, ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এয়ার গানটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।