পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা এলাকার রাস্তার পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানান, সকালে ওই এলাকার আব্বাস হোসেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় রাস্তার পাশে এয়ার গানটি পড়ে থাকতে দেখেন তিনি। পরে সেখান থেকে সেটি উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন মারুফ, ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এয়ার গানটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম আটক
শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি
ঝালকাঠিতে আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা
তিন ভাই ও ভাগ্নেসহ বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা
বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার