" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

৯ September ২০২৪ Monday ৪:৫৯:০০ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শোয়েব (২০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কলাপাড়া পৌরসভা এতিমখানা নজরুল ইসলাম সড়ক এলাকার বাসিন্দা কাজী নাজমুল আহসান মিঠুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশু কাজী শোয়েব আহমেদকে নিয়ে তার নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে যায়। আজ সোমবার বেলা এগারটায় খেলা করতে গিয়ে বাড়ির সকলের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে শিশুর নানী পুকুরের কিনারায় শিশুটিকে ভাসতে দেখে।

শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।