" />
AmaderBarisal.com Logo

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২


আমাদেরবরিশাল.কম

৬ October ২০২৪ Sunday ৯:৩০:০০ PM

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন। 

রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারীসহ আরও দুজনেকে গুরুতর আহতাবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার শিকার আহত তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যু হয়। অপর দুজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।