Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে প্রিপেইড মিটার ও ডিমান্ড চার্জ বাতিলের দাবি
৪ December ২০২৪ Wednesday ৭:০২:৪৮ PM
বরিশালে প্রিপেইড মিটার ও ডিমান্ড চার্জ বাতিলের দাবি
নগর প্রতিনিধি:
প্রি-পেইড মিটার স্থাপন বন্ধসহ ৪ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। বুধবার দুপুরে নগরীর ওজোপাডিকো রূপাতলি শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাছে এই স্মারকলিপি দেয়া হয়। এর আগে রূপাতলী বাসটার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আমরা নিশ্চিত হয়েছি ওজোপাডিকো বরিশাল বিভাগ ইতোমধ্যে প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে। রাজধানীসহ বিভিন্ন শহরে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের হয়রানি ও ভোগান্তির খবরে আমরা শংকিত। এমনকি বরিশালে যারা কিনছেন তারাও নানান ভোগান্তির শিকার হচ্ছেন। কাজেই আমরা বরিশালবাসী এই হয়রানি ও ভোগান্তি থেকে বাঁচতে চাই।
এছাড়া বিদ্যুৎ বিলের মধ্যে ডিমান্ড চার্জ নামে অদ্ভুত এক বোঝা কর্তৃপক্ষ জনগণের ঘাড়ে চাপিয়েছেন। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার নামে বেনামে বিভিন্ন চার্জ ও ফন্দিফিকির করে জনগণের পকেট কেটেছে। ডিমান্ড চার্জ তার মধ্যে একটা। আমরা এটার বাতিল চাই।
এছাড়া অবিলম্বে বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করে লুটপাটের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল বিভাগের বিএনপি নেতাদের শঙ্কা:বহিষ্কৃতদের ফেরালে প্রভাব পড়বে ভোটে