![]() নাজিরপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ*ত্যু
৪ December ২০২৪ Wednesday ৭:১৯:৪৫ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নাজিরপুরে চাঁপা গাছ থেকে পড়ে জুলফিকার আলী (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাঁপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে থাকা ডালপালা কাটতে গাছে উঠে। এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওয়ারিশগন যে ভাবে চাইবে সেই ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

