পিরোজপুরের নাজিরপুরে চাঁপা গাছ থেকে পড়ে জুলফিকার আলী (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।
মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাঁপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে থাকা ডালপালা কাটতে গাছে উঠে। এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওয়ারিশগন যে ভাবে চাইবে সেই ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল বিভাগের বিএনপি নেতাদের শঙ্কা:বহিষ্কৃতদের ফেরালে প্রভাব পড়বে ভোটে