" />
AmaderBarisal.com Logo

বাউফলে ইয়াবাসহ স্বামী স্ত্রী ও ছেলে আটক


আমাদেরবরিশাল.কম

২০ January ২০২৫ Monday ৫:৫৩:১৪ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা।
সুত্রে জানা গেছে, দির্ঘ বছর ধরে এই পরিবারটি মাদক বিক্রি করে আসছিলো। কিন্তু এলাকায় ওই পরিবারের প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারতো না। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা ট্যাবলেট।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এই চক্রটি ধরার জন্য আমারা দির্ঘ দিন ধরে ওত পেতে ছিলাম। আটক নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদার, এদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।