" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৬ March ২০২৫ Thursday ৭:৫১:৫৮ PM

কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার ওসি মো. সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কাজী মাসুদ ইকবাল উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মৃত্যু কাজী শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাসুদ ইকবালকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।