পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার ওসি মো. সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত কাজী মাসুদ ইকবাল উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মৃত্যু কাজী শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাসুদ ইকবালকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট