বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
নগর প্রতিনিধি:
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে ১৩ বছর বয়সি এক গৃহপরিচারিকা। শহরের ২৩ নং ওয়ার্ডের নবগ্রাম যুবক হাউজিংয়ে স্থানীয় বিএনপি নেতা মহসিন খান বাশার এবং তার চাচাতো ভাই তাকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানোসহ সব ধরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন বিএনপি নেতা। সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বরিশাল বিএম কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও খান বিল্ডার্স এন্ড হাউজিংয়ের মালিক মহসিন খান বাশারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো কিশোরী। এবং বাশারের একটি বাসায় কিশোরীর ভাই-ভাবি বসবাস করেন।
কিশোরীর অভিযোগ, বাড়ির মালিক বিএনপি বাশার এবং তার চাচাতো ভাই মো. শাহিন ওরফে ঝিনুক তাকে (মেয়ে) বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে সে অন্ত:সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি কারও কাছে যেনো না বলা হয়, এর জন্য ভয়ভীতি দেখানো হয়।
বিস্ময়কর বিষয় হচ্ছে, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী কিশোরী মিডিয়ায় সাক্ষাৎকার দিলে এনিয়েও তার পরিবারের ওপর চড়াও হন বিএনপি নেতা মহসিন খান বাশারের ভাই ঝিনুক। এই বিষয়টি তাৎক্ষণিক মিডিয়াকর্মীদের অবহিত করেন ভুক্তভোগীর ভাই নয়ন। জানা গেছে, এর কিছুক্ষণ পরে অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করলেও পালিয়ে যান বিএনপি নেতা এবং তার ভাই ঝিনুক।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কিশোরী মিডিয়ার কাছে মুখ খোলার খবর পেয়ে বিএনপি নেতা বাশার সাংবাদিকদের ম্যানেজে নানামুখী তৎপরতা চালাতে থাকেন। পাশাপাশি পুলিশের কাছে বিএনপি নেতার নাম না বলতেও চাপপ্রয়োগ করেন। এবং ভুক্তভোগীর ভাইসহ পরিবারকে বাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
গভীর রাতে এ রিপোর্ট লেখার প্রাক্কালে কোতয়ালি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে মামলা থেকে রেহাই পেতে বিএনপি নেতা বাশার নানা কৌশল চালিয়ে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের পাশাপাশি পুলিশ ম্যানেজেও বিভিন্ন মাধ্যম থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেন নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় বিএনপির একটি অংশ বলছে, ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মহসিন খান বাশার নিজেকে বিএনপি নেতা পরিচয় নবগ্রাম এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। এবং তিনি আধিপত্য বিস্তার করতে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। সর্বশেষ কথিত এই বিএনপি নেতা গৃহপরিচারিকা ধর্ষণকান্ডে জড়িয়ে পড়লেন।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট