![]() সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে :বরিশালে নূর
২৪ March ২০২৫ Monday ৫:৪৭:৩৬ PM
নগর প্রতিনিধি: ![]() গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, গত কয়েকদিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। এর পিছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি। সোমবার বরিশাল প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামীলীগকে নতুন করে পূনর্বাসনের কথা বলে তথন জনগণের মাঝে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি ছাত্র নেতারাই সেনাপ্রধানের সাথে মিটিং করতে সেনা সদরে গিয়ে ছিলো। ছাত্রদের সেনাপ্রধান ডাকেননি। নূর আরও বলেন, এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিলো। যা ভুলে গেলে চলবেনা। এরপর তিনি কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি শামিম রেজা ও সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

