![]() বানারীপাড়ায় বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ.মালেক আর নেই
১১ May ২০২৫ Sunday ৬:২৮:৩৪ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ![]() বরিশালের বানারীপাড়ায় বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারি শিক্ষক মো.আ.মালেক হাওলাদার (৩৫) ব্রেন স্ট্রোকজনিত কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় রোববার (১১ মে) দুপুর ২টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (১২ মে) সকাল ৮টায় উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ১ নম্বর ওয়ার্ডের উদয়কাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||