Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ.মালেক আর নেই
১১ May ২০২৫ Sunday ৬:২৮:৩৪ PM
বানারীপাড়ায় বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ.মালেক আর নেই
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারি শিক্ষক মো.আ.মালেক হাওলাদার (৩৫) ব্রেন স্ট্রোকজনিত কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় রোববার (১১ মে) দুপুর ২টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (১২ মে) সকাল ৮টায় উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ১ নম্বর ওয়ার্ডের উদয়কাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)