Current Bangladesh Time
Wednesday October ৮, ২০২৫ ৯:২৩ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় দুই উপজেলার ৭ জেলে গ্রেফতার
৮ October ২০২৫ Wednesday ৭:২১:০৫ PM
Print this E-mail this

তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় দুই উপজেলার ৭ জেলে গ্রেফতার


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুই উপজেলার সাত জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা ও সন্ধ্যা ৬টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর গ্রামের মৃত শফিক মৃধার ছেলে মো. খলিল মৃধা (৪৯), চরবোরহান ইউনিয়নের ইউসুব মোল্লার ছেলে খোকন মোলা (৪৯), বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মো. ফারুখ গাজী (৪৯), আবুল কাশেম দালালের ছেলে মিল্লাদ দালাল (২৯), ওবায়দুল হাওলাদারের ছেলে মো. মনির হাওলাদার (৩১), বিল্লাল হাওলাদারের ছেলে মো. রিফাত হাওলাদার (২২) এবং নেছার হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২১)।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) আহাদউজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার সকাল ও সন্ধ্যায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরবোরহান সংলগ্ন নদী থেকে একজন এবং বাঁশবাড়িয়া এলাকার বীজ উৎপাদন কেন্দ্র সংলগ্ন নদী থেকে আরও ছয়জন জেলেকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে প্রায় এক হাজার মিটার অবৈধ সুতার জাল ও একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়। আটক সাত জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরদাউস জানান, মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক জেলেদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com