Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ জেলের জরিমানা ও কারাদন্ড
৮ October ২০২৫ Wednesday ৫:১৯:৫২ PM
বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ জেলের জরিমানা ও কারাদন্ড
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফল উপজেলায় ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটকের পর জরিমানা ও কারাদ- দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার রাতে তেঁতুলিয়া নদীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের নেতৃত্বে নৌপুলিশ অভিযান চালিয়ে ওই ১০ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের মধ্যে মো. জলিল গাজী (৫৫) ও মো. ইউসুফ ব্যাপারী (২৮) নামের দুই জেলের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও আর প্রজনন মৌসুমে মাছ ধরবেন না এমন মুচলেকা রেখে ছেড়ে দেন। এই দুই জেলের বাড়ি উপজেলার মমিনপুর গ্রামে। বাকি আট জেলের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারা হলেন উপজেলার ধুলিয়া গ্রামের মো. লিখন (২১), বাকেরগঞ্জের চরলক্ষ্মী গ্রামের মো. রফিক মোল্লা (৩০), মো. রাসেল (৩৭), আব্দুর রহমান (৪০) ও মো. শফিক (৪০) এবং ভোলার চরগাজী গ্রামের আবদুর রব (৫১), মো. শফিকুল ইসলাম (২০) ও মো. মিজান (২২)। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ দ-প্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ উল্লেখ্য চলতি মাসের ৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে তেঁতুলিয়া নদীতে সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড