বরিশালের হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
শনিবার ভোরে জিলা উপজেলার মেমানিয়ার দুর্গাপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এ অভিযান পরিচালিত হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, কোস্টগার্ড হিজলা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যদের সহযোগিতায় অভিযানটিতে একটি ট্রলারসহ ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। ড্রামগুলোতে আনুমানিক ৫০ লাখ ১০ হাজার রেণু ছিল।
তিনি বলেন, জব্দ করা রেণু মেঘনায় অবমুক্ত ও ট্রলারটি নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাফ ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল বিভাগের বিএনপি নেতাদের শঙ্কা:বহিষ্কৃতদের ফেরালে প্রভাব পড়বে ভোটে