" />
AmaderBarisal.com Logo

ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিষ্ফোরণ


আমাদেরবরিশাল.কম

৩১ August ২০২৫ Sunday ৮:৩১:১০ PM

আমাদের বরিশাল ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন। 

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। 

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল শুরু করেন। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দেন। তবে অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে দ্রুত সরে যান। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পারি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা অল্প সময় মিছিল করে সরে যায়। এজন্য ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।