Home » জাতীয় » ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিষ্ফোরণ
৩১ August ২০২৫ Sunday ৮:৩১:১০ PM
ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিষ্ফোরণ
আমাদের বরিশাল ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল শুরু করেন। মিছিল চলাকালে তারা ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দেন। তবে অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে দ্রুত সরে যান।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পারি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা অল্প সময় মিছিল করে সরে যায়। এজন্য ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার
পাল্টেছে ইলিশের মৌসুম, দাবি জেলেদের
সুচিকিৎসার জন্য শিগগির নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত