Home » বরিশাল » বাবুগঞ্জ » ৩১ দফা বাস্তবায়ন হলে নতুন করে সংস্কার করার কিছু থাকবে
১০ September ২০২৫ Wednesday ৯:৪১:২৮ PM
৩১ দফা বাস্তবায়ন হলে নতুন করে সংস্কার করার কিছু থাকবে
বাবুগঞ্জে সেলিমা রহমান
মোঃ আল-আমিন,বাবুগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান এর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সংস্কার হবে। নতুন করে দেশ সংস্কার করার কিছু থাকবে না। বিএনপি ক্ষমতায় গেলে কাউকে আয়নাঘরে যেতে হবে না। সবাই নিরাপদে জীবনযপন করতে পারবেন। নারীরা তাদের পূর্ণ স্বাধীনতা পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এখনও আপোষহীনভাবে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা বিএনপির প্রাণ,আপনারা ঐক্যবদ্ধ থাকলে আসছে নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না”।
১০ সেপ্টেম্বর বিকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “স্বৈরাচার পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। এর মাধ্যমে খুব সাবধানে বিএনপিকে সামনের দিকে এগোতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের জন্য তৃনমুল পর্যায়ে কাজ করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। সুবিধাবাদীদের থেকে সাবধান থাকাটা এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে”।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাহাবুব তালুকদারের সভাপতিত্বে বৃক্ষরোপন ও লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১নং সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান, কৃষক দলের জেলা আহবায়ক মো. মহাসিন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডাকসু নির্বাচন বিএনপি’র জন্য সতর্ক সংকেত-বরিশালে সেলিমা রহমান
বরিশালে গভীর রাতে ছাত্রী হোস্টেলে বহিরাগতদের হামলা
ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীর মামলা, তদন্ত করবে দুদক