Current Bangladesh Time
Thursday September ১১, ২০২৫ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » নির্বাচনে এলে আ.লীগ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে: মেজর হাফিজ
১০ September ২০২৫ Wednesday ৬:৫৬:২৭ PM
Print this E-mail this

নির্বাচনে এলে আ.লীগ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে: মেজর হাফিজ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনে এলে আওয়ামী লীগ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাবে। এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তারা। বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা করে, দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে এখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আল্লাহ তাদের এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হতে দেবেন না।

বুধবার সকালে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে শহীদ মুকুল, আলামিন ও নসুর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবর জিয়ারত ও স্মরণ সভায় ভার্চুয়ালি দোয়া মোনাজাত পরিচালনা করে তিনি এ কথা বলেন।

২০০১ সালের এই দিনে মসজিদ অবমাননার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে তারা শহীদ হন লালমোহনে।

কবর জিয়ারতকালে দোয়া মোনাজাতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, আমরা যারা বেঁচে আছি মুকুল, আলামিন, নসুকে সবসময় স্মরণ করব। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই তরুণরা আত্মাহুতি দিয়ে এই দেশের গণতন্ত্রের পথকে কুসুমাস্তীর্ণ করেছে। গণতন্ত্রের পথকে সুগম করেছে।

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নেতাকর্মী যেন মানুষের সঙ্গে খারাপ আচরণ না করেন- তা সতর্ক করে দিয়ে তিনি বলেন, সবাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসমূলক কার্যকলাপে কেউ যদি নিয়োজিত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদার, শ্রমিক দল সভাপতি শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডাকসু নির্বাচন বিএনপি’র জন্য সতর্ক সংকেত-বরিশালে সেলিমা রহমান
বরিশালে গভীর রাতে ছাত্রী হোস্টেলে বহিরাগতদের হামলা
ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীর মামলা, তদন্ত করবে দুদক
দক্ষিণাঞ্চলে আশঙ্কা জনকহারে কমছে আবাদি জমি
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com