বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু (৫৩)–কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি সূত্র জানায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে টুটুকে গ্রেফতার করা হয়। পরে ভোররাতে তাকে ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি আভিযানিক দল হেফাজতে নেয়।
ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলা (মামলা নং-৭, তাং ১৯/০৯/২০২৪, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি) তদন্তকালে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতার উপর হামলার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় সিআইডি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টুটু ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতেন। মামলার ভিকটিম আব্দুল্লা সিদ্দিকের হত্যাকাণ্ডেও তার প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র নেতা আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর আওয়ামীপন্থি সন্ত্রাসীরা মৃতদেহ গুম করার চেষ্টা করে।
এ ঘটনার পর আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে লিখিত অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা রুজু হয়।
এর আগে একই মামলায় তাপসের দুই সহযোগী-এস এম কামাল হায়দার (১৫ মে ২০২৫) ও মো. খোরশেদ আলম (১৭ জুন ২০২৫)-কে গ্রেফতার করা হয়েছে। সিআইডি বলছে, মামলার রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান টুটুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার
পাল্টেছে ইলিশের মৌসুম, দাবি জেলেদের
সুচিকিৎসার জন্য শিগগির নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত