Home » চরফ্যাশন » ভোলা » চরফ্যাশনে সাগরের মোহনা থেকে ট্রলারসহ জলদস্যু আটক
১১ September ২০২৫ Thursday ১২:৩৭:৪৬ PM
চরফ্যাশনে সাগরের মোহনা থেকে ট্রলারসহ জলদস্যু আটক
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে সাগর মোহনা থেকে ছিনতাই হওয়া ট্রলারসহ মো. রুবেল (৩৩) নামে এক জলদস্যুকে ধরে পুলিশে দিয়েছে জেলেরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটে এ ঘটনা ঘটে।
আটক রুবেল কক্সবাজার জেলার বাঁশখালী এলাকার বাসিন্দা।
শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইন উদ্দিন ঘাটের ইউসুব মাঝির একটি মাছ ধরা ট্রলার গত সোমবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের বাঁশখালী এলাকার সাগার মোহনা থেকে ছিনিয়ে নিয়ে যান জলদস্যুরা। পরে ওই ট্রলার দিয়ে জলদস্যুরা সাগরে থাকা বিভিন্ন ট্রলারে ডাকাতি করেন। সাগারে থাকা জেলেরা সংঘবদ্ধ হয়ে মঙ্গলবার জলদস্যুদের ধাওয়া করে।
এ সময় রুবেল ছাড়া দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সংঘবদ্ধ জেলেদের হাতে আটক হন রুবেল। এ সময় ইউসুবের ছিনতাই হওয়া ট্রলারটিও উদ্ধার করেন তারা। পরে জলদস্যু চক্রের সদস্য রুবেলকে চরফ্যাসনের মাইন উদ্দিন ঘাটে এনে শশীভূষণ থানা পুলিশে সোপর্দ করে। নৌ-বাহিনীর সদস্যদের সহায়তায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ছিনতাই হওয়া ট্রলার মালিক ইউসুব জানান, সোমবার জেলেদের সাগর মোহনায় ফেলে যাওয়া ট্রলারটি জলদস্যুরা নিয়ে যান। তবে মাঝি মাল্লারা সবাই অন্যদের সহায়তা জীবিত উদ্ধার হন। ওই ট্রলার দিয়েই সাগরে ডাকাতি করা হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ডাকাতকে নিয়ে ঘাটে আসলে মব সৃষ্টির খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডাকসু নির্বাচন বিএনপি’র জন্য সতর্ক সংকেত-বরিশালে সেলিমা রহমান
বরিশালে গভীর রাতে ছাত্রী হোস্টেলে বহিরাগতদের হামলা
ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীর মামলা, তদন্ত করবে দুদক