ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা সিদ্দিকুর রহমান উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এবং উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের মৃত্যু মুনসুর আলী হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, গত ২০২৩ সালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে ২০২৪ সালে থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত মাওলানা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডাকসু নির্বাচন বিএনপি’র জন্য সতর্ক সংকেত-বরিশালে সেলিমা রহমান
বরিশালে গভীর রাতে ছাত্রী হোস্টেলে বহিরাগতদের হামলা
ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীর মামলা, তদন্ত করবে দুদক