Current Bangladesh Time
Thursday September ১১, ২০২৫ ৪:০৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার
১১ September ২০২৫ Thursday ১২:৩০:৩৮ PM
Print this E-mail this

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার


নগর প্রতিনিধি:

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজ চক্রের ২ সদস্য  গ্রেফতার করছে কোতোয়ালি মডেল থানা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

আটককৃতরা হলেন, বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (৩৪) ও পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা  মোঃ শামিম (২৮)।

মামলা  ও বাদী সূত্রে জানা যায়, ভুক্তভোগী মজিবুর রহমান চলতি বছরে গত ১৫ই জুন ভুক্তভোগী  দোকানের মালামাল ক্রয় করার জন্য বরিশাল থেকে  পারাবাত ১১তে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ।  তিনি ধুমপান করতে কেবিন খোলা রেখে বাহিরে গেলে ওই লঞ্চে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা ৩৫/৪০ বছরের এক মহিলা বোরকা পরিহিত অবস্থায় কেবিনের প্রবেশ করে খাটের উপর বসে থাকে। এই ঘটনার সাথে সাথে  ০৬/০৭ জন পুরুষ লোক আমার ভাড়াকৃত কেবিনের মধ্যে প্রবেশ করে এবং তারা ডিবি পুলিশের পরিচয় দিয়া আমার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে।

 এই সময় উক্ত অজ্ঞাতনামা ০২ জন আসামী তাহাদের হাতের মোবাইল ফোন বাহির করিয়া ভিডিও করা শুরু করে “আমার নাম ঠিকানা ও কি করি জিজ্ঞাসা করে, আমার কেবিনের মধ্যে মহিলা কেন জিজ্ঞাসা করে, উক্ত মহিলার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া আমার মুখ থেকে উহা স্বীকার করে ভিডিও করে এবং বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলিয়া রেকর্ড ও ভিডিও করে”। অতঃপর অজ্ঞাতনামা আসামীরা আমার নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমি আসামীদের চাঁদার টাকা না দিলে অজ্ঞাতনামা আসামীরা আমার নিকট হইতে জোর পূর্বক তাহাদের নিকট থাকা ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ ইন্টারনেটে ছাড়িয়া দিয়া আমার মান সম্মান নষ্ট করার হুমকি প্রদান করতে থাকে। আমার মান সম্মানের ভয়ে আমার নিকট থাকা মালামাল ক্রয় করতে যাওয়া ১,৪৮,০০০/- (এক লক্ষ আটচল্লিশ হাজার) টাকা আসামীদের চাঁদা বাবদ প্রদান করি। তখন আসামীরা দ্রুত তাহাদের দাবীকৃত বাকি টাকা পরিশোধ করার জন্য বিভিন্ন হুমকি প্রদর্শন করে এবং মোবাইল নম্বর প্রদান করিয়া এবং আমার মোবাইল নম্বর নিয়া অজ্ঞাতনামা মহিলা সহ লঞ্চ থেকে নেমে চলে যায়। আমি ঢাকা না গিয়া আমার বরিশালের বাসায় চলে আসি। পরবর্তীতে বিভিন্ন সময় অজ্ঞাতনামা আসামীরা ০১৩৩০-৬০০৯৯৮, ০১৭৪৭-৪৭৪৩৩৩, ০১৯৪১-৪৮৭৬৭৮, ০১৯৯০-৪৮৯০৪৪ মোবাইল নম্বর হইতে আমার ব্যবহৃত ০১৭৪৭-৫৮২৩.. মোবাইল নম্বরে কল করে আমার নিকট অবশিষ্ট চাঁদার টাকা দাবী করে। আমি আমার মান সম্মান রক্ষার্থে ১৬/০৬/২০২৫ তারিখ বিকাশের মাধ্যমে ০১৩৩০-৬০০৯৯৮ মোবাইল নম্বরে ১২,০০০/- (বার হাজার) টাকা প্রেরণ করি। পরবর্তীতে গত ১৭/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ৩টার সময় অজ্ঞাতনামা ০২ জন ব্যক্তি পুলিশ লাইন রোড আমার দোকানে আসিয়া তাহাদের মোবাইল ফোনে ধারনকৃত আমার ভিডিও ও ছবি ডিলেট করার কথা বলে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা নিয়া চলে যায়। আমি আসামীদের সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা প্রদান করি। কিন্তু পরবর্তীতে অজ্ঞাতনামা আসামীরা উক্ত মোবাইল নম্বর হইতে বিভিন্ন তারিখ ও সময় আমাকে ফোন করিয়া আমার নিকট অবশিষ্ট চাঁদার টাকা দাবি করে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। আমি তাহাদের দাবীকৃত চাঁদার সকল টাকা না দিলে। আসামীরা তাহাদের ধারনকৃত জোর পূর্বক আমার নিকট হইতে নেওয়া স্বীকারোক্তি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দেওয়ার হুমকি প্রদান করে আসছে।

এবিষয় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান  বলেন, ডিবি পুলিশ পরিচয় একটি চক্র লঞ্চের কেবিনে মেয়েদের  দিয়ে ব্লাকমেল করে মোটা অংক হাতিয়ে নিয়েছে। এঘটনায় ভুক্তভোগী মজিবুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।  পরে মামলার সূত্র ধরে নগরীর ২২নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী ও মোঃ শামিম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মেহেদীর কাছ থেকে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে।

তিনি আরো বলেন, আটককৃত দুইজন ভুক্তভোগীকে জিম্মি করে টাকা আদায়ের কথা স্বিকার করেছেন সেই সাথে  মামলার বাকি অভিযুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডাকসু নির্বাচন বিএনপি’র জন্য সতর্ক সংকেত-বরিশালে সেলিমা রহমান
বরিশালে গভীর রাতে ছাত্রী হোস্টেলে বহিরাগতদের হামলা
ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীর মামলা, তদন্ত করবে দুদক
দক্ষিণাঞ্চলে আশঙ্কা জনকহারে কমছে আবাদি জমি
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com