" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩


আমাদেরবরিশাল.কম

১ September ২০২৫ Monday ৫:৫৬:২৬ PM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জীবন্দাসকাঠি গ্রামের মিজানুর রহমান মন্টু তার পৈত্রিক জমির অংশে সীমানা বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা প্রদান করেন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রামদা দিয়ে মন্টুর মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে আবারো কোপ মারলে তার হাতের আঙুল কেটে যায়।

এসময় সালমা আক্তার ও রুমা বেগম এগিয়ে আসলে তাদেরও লাঠিসোটা ও ঘুষি মেরে আহত করে বিবাদীরা। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান মন্টুকে ভর্তি করে নেন এবং অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় আহতের স্ত্রী সালমা আক্তার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।