Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
১ September ২০২৫ Monday ৫:৫৬:২৬ PM
রাজাপুরে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:
ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি গ্রামে পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জীবন্দাসকাঠি গ্রামের মিজানুর রহমান মন্টু তার পৈত্রিক জমির অংশে সীমানা বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা প্রদান করেন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রামদা দিয়ে মন্টুর মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে আবারো কোপ মারলে তার হাতের আঙুল কেটে যায়।
এসময় সালমা আক্তার ও রুমা বেগম এগিয়ে আসলে তাদেরও লাঠিসোটা ও ঘুষি মেরে আহত করে বিবাদীরা। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান মন্টুকে ভর্তি করে নেন এবং অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় আহতের স্ত্রী সালমা আক্তার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোটে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: পটুয়াখালীতে ইসি সানাউল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়