Current Bangladesh Time
Friday January ৩০, ২০২৬ ৬:২৬ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » জামায়াত আপনাদের বেহেস্তে পাঠাতে চায়, অথচ আপনারা কেউ মরতে চান না: মণি
৩০ January ২০২৬ Friday ৩:১০:০২ PM
Print this E-mail this

জামায়াত আপনাদের বেহেস্তে পাঠাতে চায়, অথচ আপনারা কেউ মরতে চান না: মণি


পাথরঘাটা ((পটুয়াখালী) প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নুরুল ইসলাম মণি বলেছেন, জামায়াত যাদের বেহেস্তে পাঠাতে চায়, তারা কেউ মৃত্যুবরণ করতে চায় না। তারা বাঁচতে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় এক কথা বলতে তিনি।


মণি স্থানীয়দের উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ‘আপনাদের একটা প্রশ্ন করি- উত্তর দেবেন। কাল সকালে মরে যাবেন, এরকম কোনো প্রোগ্রাম কারো নেয়া আছে? কাল সকালে বাঁচবেন না বা বাঁচতে চান না, এরকম কেউ আছেন?’


এ সময় স্থানীয়রা এর উত্তরে ‘না’ বললে, হাস্যোজ্জ্বল মুখে খুনসুটির ছলে মণি বলেন, ‘আপনারা বড়ই নাখোশ মানুষ। আপনাদের দিল নাই। জামায়াত এতো কষ্ট করতেছে আপনাদের বেহেস্তে পাঠানো জন্য, কিন্তু আপনারা মরতে (মারা যেতে) চান না। তাহলে বেহেস্তে পাঠাবে কি করে? জামায়াত এতো খাডনি (শ্রম) দিচ্ছে আপনাদের বেহেস্তে পাঠানোর জন্য, অথচ আপনারা কেউ মরতে চান না।’

তিনি আরও বলেন, ‘সকাল বেলা উঠে ভালো দুইটা ভাত খাইতে চান না? ভালো কাপড় পড়তে চান না? ভালো ঘরে থাকতে চান না? আপনারা যদি এসব চান, তাহলে জামায়াত ভোট পাবে কোথা থেকে, তা আমার বুঝে আসে না। পৃথিবীতে এতো শক্তি যে, মারা গেলে জান্নাত দিতে পারবে, তাহলে তাদের এখন টাকা দিয়ে ভোট কেনা লাগে? মারা গেলে যারা এতো ক্ষমতা দেখাতে পারে, পৃথিবীতে তাদের ক্ষমতা লাগে?’


সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জান, মাল এবং ধর্মের নিরাপত্তা চায় হিন্দুরা। এই প্রশ্নে আমি এক চুলও ছাড় দেবো না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি বাঁকা চোখেও তাকায় হিন্দুদের দিকে, সেই চোখ তার কপালে থাকবে না। আরেকজনের হাতে থাকতে পারে। এই বিষয়ে খেলায় রাখবেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল ও একদিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
আশিক আব্দুল্লাহর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী
বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালীতে সেনা প্রধান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com