![]() মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
৮ September ২০২৫ Monday ৮:৪৫:২১ PM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন মো. আল আমিন (২২) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রানীপুর এলাকার হালিম ডাক্তার মসজিদের সামনে বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কে। নিহত আল আমিন রানীপুর গ্রামের আবদুল হালিমের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, হালিম ডাক্তার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আল আমিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যান। এসময় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে আল আমিন মারা যান। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহত আল আমিনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

