![]() ঝালকাঠিতে জালটাকা বহনের দায়ে দুজনের ১৪ বছর করে কারাদণ্ড
১৬ September ২০২৫ Tuesday ৯:৩২:১৪ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠিতে জালটাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঝালকাঠি শহরের কবিরাজবাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার নোট ১৯৬টি, ৫০০ টাকার নোট ২০০টি ও ২০০ টাকার নোট ৫টিসহ মোট ২ লাখ ৯৭ হাজার টাকার জাল টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ২০২৪ সালের ৮ জুন দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-এ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে মঙ্গলবার দুপুরে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই। রায় ঘোষণার সময় নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং জসিম খলিফা পলাতক রয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||