" />
AmaderBarisal.com Logo

মুলাদীতে বাসের জানালা দিয়ে মাথা বের করলেন যাত্রী, অতঃপর…


আমাদেরবরিশাল.কম

২২ September ২০২৫ Monday ৮:৪৫:৪৬ PM

মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে বাসের জানালা দিয়ে মাথা বের করায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রিনা বেগম (৫০) বরিশালের হিজলা উপজেলার শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা বেগম নামের ওই গৃহবধূ মুজাহিদ পরিবহন নামের একটি বাসে গন্তব্যে যাত্রা করছিলেন। এ সময় চলন্ত বাসের জানালা থেকে মাথা বের করেন তিনি।

হঠাৎ করেই মুলাদী সিনেমা হলের সামনে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগে গুরুতর আহত হন রিনা বেগম। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।