![]() চিকিৎসকের বদলির আদেশ বাতিলের দাবীতে স্থানীয়দের আন্দোলন।
২৩ September ২০২৫ Tuesday ৪:৩৪:০৭ PM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক কে বদলী করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মঙ্গলবার সকালে উপজেলার আঞ্চলিক সড়কে শত শত নারী,পুরুষ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বদলীর আদেশ বাতিলের দাবী জানান। এ সময় বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা আঞ্চলির সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা উপজেলা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক স্থানীয় ভাবে বেশ জনপ্রিয় ও মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি। চিকিৎসকদের বদলীর আদেশ বাতিল না হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা করার কথাও জানান আন্দোলনকারীরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||