" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে প্রথম আর্ন্তজাতিক মানের কুরআন প্রশিক্ষণ কর্মশালা


আমাদেরবরিশাল.কম

২৩ September ২০২৫ Tuesday ৬:৫০:৪৮ PM

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে প্রথমবারের মতো আর্ন্তজাতিক মানের ক্বারী দ্বারা দিনব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মসজিদে এ কর্মশালার আয়োজন করে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাবুগঞ্জ শাখা। প্রধান প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক বিচারক ও পুরস্কারপ্রাপ্ত ক্বারী শায়েখ শোয়াইব আল আজহারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বরিশাল বিভাগ সেক্রেটারি হাফেজ মাওলানা আহমদ আলী কাসেমী। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বাবুগঞ্জ শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা নাজির আহমেদ তালুকদার, হাফেজ মাওলানা নোমান আহমাদ, হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হুসাইন ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ নেছারী।

বক্তারা বলেন, কুরআনের সঠিক তিলাওয়াত ও তাজবিদ শেখার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। দিনব্যাপী কর্মশালায় স্থানীয় মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।