" />
AmaderBarisal.com Logo

সংবাদ প্রকাশের পর ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


আমাদেরবরিশাল.কম

২৪ September ২০২৫ Wednesday ৪:৫২:৫০ PM


অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:

Screenshot

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দিন ব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন পৌরসভা কর্তৃপক্ষ। সরকারি জায়গা দখল করে অথবা রাস্তা আটকে, ফুটপাতের জায়গা দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী সুবিধা ভোগ করে যাচ্ছে। অন্যদিকে তাদের এই দখলের কারণে শহরে সৃষ্টি হচ্ছে যানজট, বর্ষায় পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়, পথচারীদের হাঁটা চলার সমস্যা সম্মুখীন হতে হয় ব্যাপক।
বেশ কয়েক মাস পূর্বে স্থানীয় প্রশাসন কর্তৃক এ ধরনের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছিল। ভেঙে দেয়া হয়েছিল ঝালকাঠি বৃহৎ চাঁদকাঠি মৎস্য বাজার সহ কয়েকটি অবৈধ স্থাপনা । এতে জীবিকা নির্বাহ শূণ্য ও বেকার হয়ে পড়েছিল বেশ কিছু জেলে, মৎস্য সবজি বিক্রেতারা। তারা প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের কি এমন অন্যায় ছিল! তাদের স্থাপনা উচ্ছেদ করার পর কেন থেমে গেল শহরের অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান! শহরে এখন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হচ্ছে না কেন? তারা দাবি করেছিল, কারো হিংসাত্মক মনোভাব, শত্রুতা কিংবা রোসানলের ষড়যন্ত্রই তাদের উচ্ছেদের কারণ।
এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে এবং শহরের সচেতন মহলের দাবি পূরণে একটি সুন্দর শহর উপহার দেবার জন্য আবারো উদ্যোগ হাতে নেওয়া হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা, সাংবাদিকবৃন্দ, পথচারী সহ সচেতন মহল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।