Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » সংবাদ প্রকাশের পর ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
২৪ September ২০২৫ Wednesday ৪:৫২:৫০ PM
সংবাদ প্রকাশের পর ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:
Screenshot
ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দিন ব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন পৌরসভা কর্তৃপক্ষ। সরকারি জায়গা দখল করে অথবা রাস্তা আটকে, ফুটপাতের জায়গা দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী সুবিধা ভোগ করে যাচ্ছে। অন্যদিকে তাদের এই দখলের কারণে শহরে সৃষ্টি হচ্ছে যানজট, বর্ষায় পানিতে রাস্তাঘাট তলিয়ে যায়, পথচারীদের হাঁটা চলার সমস্যা সম্মুখীন হতে হয় ব্যাপক। বেশ কয়েক মাস পূর্বে স্থানীয় প্রশাসন কর্তৃক এ ধরনের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছিল। ভেঙে দেয়া হয়েছিল ঝালকাঠি বৃহৎ চাঁদকাঠি মৎস্য বাজার সহ কয়েকটি অবৈধ স্থাপনা । এতে জীবিকা নির্বাহ শূণ্য ও বেকার হয়ে পড়েছিল বেশ কিছু জেলে, মৎস্য সবজি বিক্রেতারা। তারা প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের কি এমন অন্যায় ছিল! তাদের স্থাপনা উচ্ছেদ করার পর কেন থেমে গেল শহরের অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান! শহরে এখন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হচ্ছে না কেন? তারা দাবি করেছিল, কারো হিংসাত্মক মনোভাব, শত্রুতা কিংবা রোসানলের ষড়যন্ত্রই তাদের উচ্ছেদের কারণ। এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে এবং শহরের সচেতন মহলের দাবি পূরণে একটি সুন্দর শহর উপহার দেবার জন্য আবারো উদ্যোগ হাতে নেওয়া হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা, সাংবাদিকবৃন্দ, পথচারী সহ সচেতন মহল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল
জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা