Current Bangladesh Time
Saturday September ২৭, ২০২৫ ৯:৪৪ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় স্ত্রীকে খুন করে আত্মহত্যা প্রচার, স্বামী পলাতক
২৭ September ২০২৫ Saturday ১২:৩৯:৫৭ AM
Print this E-mail this

ভান্ডারিয়ায় স্ত্রীকে খুন করে আত্মহত্যা প্রচার, স্বামী পলাতক


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছেন স্বামী। দোতালা টিনের ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে নাটক সাজান তিনি। নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে তার স্বামী।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভান্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া গ্রাম থেকে স্বর্ণা রানী দাস (২২) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়। 

নিহত স্বর্ণার স্বামী আশুতোষ দাস সন্ধ্যায় তার শাশুড়ি মনি রানীকে জানান, আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে আসেন। তখন তিনে মেয়েজামাই আশুতোষকে বলেন, আমি যখন নিতে চাইলাম তুমি দিলে না। আমার সুস্থ মেয়েকে তোমরা কী করেছ। পরে স্বামী আশুতোষ স্ত্রীকে হাসপাতালে রেখে গা-ঢাকা দেয়।

ভান্ডারিয়া থানা পুলিশ তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর  সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত স্বর্ণা রানী দাসের সঙ্গে পাঁচ বছর আগে আশুতোষ দাসের বিয়ে হয়। নিহত স্বর্ণার বাবার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পুটিয়াখালী গ্রামে। 

আশুতোষ দাসের মা বলেন, সন্ধ্যার পর দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পুত্রবধূকে খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে নিজের বসত ঘরের দোতলায় কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি প্রতিবেশীদের সহায়তায় পুত্রবধূকে ঘরের আড়া থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, হত্যা না আত্মহত্যা এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় বরিশালে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল
জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com