বিএনপি ক্ষমতায় এলে ভালো থাকবে সনাতন ধর্মাবলম্বীরা- এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা মাজাহার উদ্দিন টিএন্ডবিএম কলেজ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার আছে। ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। গত বছর পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তা দিয়েছেন। এ বছর আরও শক্তিশালীভাবে নিরাপত্তা দেওয়া হবে, যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে।
এ সময় স্বপ্রণোদিত হয়ে প্রায় ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগদান করেন। তারা নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলায় একসাথে এতগুলো মানুষের বিএনপিতে যোগদানের ঘটনা এই প্রথম।
পাথরঘাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুরেন দাসের সভাপিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা নেতারা। এছাড়াও পাথরঘাটা উপজেলার চল্লিশটি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি উপজেলার প্রত্যেকটি পুজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল
জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা