Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণ, গোপনে রফাদফায় করে দিলেন বিএনপি-যুবদলের নেতারা!
২৭ September ২০২৫ Saturday ১:৫৪:২৯ AM
বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণ, গোপনে রফাদফায় করে দিলেন বিএনপি-যুবদলের নেতারা!
নিজস্ব প্রতিনিধি:
বরিশালে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা না করে গোপন সালিশে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে।
সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চরাদি ইউনিয়নের রানিরহাট বাজার সংলগ্ন ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোতালেব সিকদারের শারীরিক প্রতিবন্ধী কন্যা (লিমা আক্তার ছদ্মনাম) কে ২ দফায় ধর্ষণ করার অভিযোগ উঠে ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সামন হাওলাদারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, অটোচালক সামন হাওলাদার গত ২০ সেপ্টেম্বর দুপুরে নৌ বাহিনীর সদস্য মোঃ আবুল বাশারদের ঘরে এসে প্রায় দেড়ঘন্টা অবস্থান করে চলে যান। পরে একই দিন সন্ধ্যার দিকে ফের ২য় দফায় কিছু খাবার নিয়ে মোঃ আবুল বাসারদের ঘরে প্রবেশ করেন। ঐ ঘরে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী কিশোরী লিমা আক্তার ও তার অসুস্থ মা থাকায় বাড়ির অন্যান্য বাসিন্দাদের সন্দেহ হয়। সামন ঐ ঘরে ঢোকার প্রায় আধাঘন্টা অতিবাহিত হলেও বেড় না হওয়া এবং কথাবার্তার কোন শাড়াশব্দ না পাওয়ায় বাড়ির অন্য নারীরা ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী লিমা আক্তারের সাথে সামনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় তারা ডাকচিৎকার দিলে সামন ঘরের পিছনের দরজা খুলে ধান খেত দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি মুহুর্তের মধ্যে এলাকাবাসীর মাঝে জানাজানি হলে ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ২নং চরাদি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফরিদুল ইসলামের নির্দেশে তার পূত্র ফাহিম ইসতিয়াক সাজ্জাত ও ভাতিজা তুষার আহমেদের নেতৃত্বে প্রায় শতাধিক যুবক লিমা আক্তারকে ধর্ষণের অভিযোগ ওঠা সামনের ঘরে গিয়ে তাকে খুঁজতে থাকে। রাতের বেলা অর্ধশত মটরসাইকেল মহড়া নিয়ে সামনকে খোঁজাখুঁজি করায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পরে। এক পর্যায়ে প্রতিবেশি মোঃ শাজাহান খানের ঘর থেকে সামনকে ধরে ২নং চরাদি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফরিদুল ইসলামের ঘরে নিয়ে এসে সেখানে সালিশ বিচার বসায়। ফরিদের ঘরে বসা সালিশ বৈঠকে সামনকে ধর্ষক হিসাবে অভিযুক্ত করে ধর্ষণের শাস্তিস্বরুপ ২০টি জোতার বাড়ি দেয়া হয়। যা বাস্তবায়ন করেন ফরিদের আরেক সহযোগী আবুল কালাম নামের এক ব্যক্তি। একই সাথে সামনের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন ২নং চরাদি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম ও তার ভাতিজা যুবদল নেতা মোঃ তুষার আহমেদ।
অসমর্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে- সামনের কাছ থেকে আদায়কৃত ৩ লাখ টাকার ২ লাখ নিজের পকেটে ঢুকিয়েছে ২নং চরাদি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম। বাকি এক লাখ টাকা তুষার ও সামনকে বাড়ি থেকে তুলে আনা যুবকরা ভাগ-ভাটোয়ারা করে নিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু শ্লীলতাহানির শিকার নারীকে জরিমানার একটি টাকাও এ রিপোর্ট লেখা পর্যন্ত দেয়া হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী নারীর একাধিক স্বজনরা জানান, সামন আমাদের বাড়ির মেয়ের ইজ্জত নষ্ট করেছে। ওর বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলাম, কিন্তু ফরিদ ভয়ভীতি দেখিয়ে মামলা করতে বারন করেছে। জরিমানার একটি টাকায় দেয়নি সে।
অভিযুক্ত সামনের স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামীর নামে বদনাম উঠিয়ে মান সম্মান খোয়ানো হয়েছে। ২০ সেপ্টেম্বর রাতে ফরিদ মিয়ার ছেলে একশোর বেশি লোকজন নিয়ে বাড়িতে এসে মোগো ঘর তন্নতন্ন করে খুঁজে দেখেছে। তাদের ভয়ে আমার নিরাপরাধ স্বামী পাশের বাড়ি পালিয়ে থাকলে সেখান থেকে তাকে ধরে নিয়ে ফরিদ মিয়ার ঘরে বসে তার বিচার করে এবং অন্যায়ভাবে জরিমানা আদায় করেন।
কতটাকা জরিমানা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, টাকা পয়সার কথা বলতে ফরিদ মিয়া নিষেধ করেছেন। বললে আমার স্বামীর নামে বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা হবে। ধার-দেনা করে টাকা দিয়েছি, তবুও বিপদ কাটছে না।” দলে দলে ঘরে এখনও সাংবাদিক আসে। তারাও টাকা চায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এরআগেও সামনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, প্রতিবারই সালিশের মাধ্যমে টাকা নিয়ে ধামাচাপা দেন।
জানা গেছে, চরাদি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রি মৃত মজিদের মেয়ে বকুল বেগমকে গত ১৭ বছর পূর্বে ধর্ষণ করেন লম্পট সামন হাওলাদার। পরে সালিশ বৈঠকের মাধ্যমে ৬ মাসের অন্তসত্বা থাকা অবস্থায় বকুলকে বিয়ে করে ঘরে তুলে সে যাত্রায় পার পেয়ে যান সামন। সেই ঘরে শহিদুল নামে ১৭ বছরের একটি পূত্র সন্তান রয়েছে। ধর্ষণ করে মামলা থেকে বাঁচতে বকুলকে বিয়ে করার দেড় বছরের মাথায় তাকে নির্যাতন করে তাড়িয়ে দেয় সামন। এমনকি সন্তান শহিদুলকে দেয়নি কোন ভরনপোষন। এছাড়াও গত ২ বছর পূর্বে ৩নং ওয়ার্ডস্থ ডাঃ পরিমল দত্তের বাড়ি সংলগ্ন মোঃ মন্টু হাওলাদারের কন্যাকে ধর্ষণ করে জনতার হাতে ধরাখায় লম্পট সামন হাওলাদার। সেই সময়ও মোটা অংকের টাকা জরিমানা দিয়ে মামলা থেকে পার পেয়ে যায় সামন। এমন একজন চিহ্নিত লম্পট ৩য় দফায় নারীর শ্লীলতাহানি ঘটালেও ২নং চরাদি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফরিদুল ইসলামের বদৌলতে মামলা থেকে পার পেয়ে গেলেন বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
অপর আরেকটি সূত্র নিশ্চিত করেছে, গত ২ মাস পূর্বে ঝালকাঠী জেলার নলছিটি থানার টাকবাজার কোকিলা গ্রামের বাসিন্দা শহিদ হাওলাদারের কন্যা মিলি আক্তারের সাথে ২নং চরাদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মসজিদখোলা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার পূত্র ইমন হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক সৃস্টি হয়। প্রেমের এক পর্যায়ে মিলি-ইমনের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। পরে প্রেমিক ইমন মিলিকে বিয়ে করতে অস্বীকার করলে মিলি বিয়ের দাবীতে ইমনের বাড়িতে অনশনে বসেন। এ খবর শুনে বিএনপি নেতা মোঃ ফরিদুল ইসলামের পূত্র ফাহিম ইসতিয়াক সাজ্জাত ঐ কিশোরীকে সহ ইমনের পরিবারকে রানীরহাট বাজারে নিয়ে আসেন। পরে রানিরহাট বাজারের অগ্রণী ব্যাংক কবির তালুকদারের ভবনের নিচের রুমে বসে ইমের পরিবারের কাছ থেকে ফাহিম ইসতিয়াক সাজ্জাত ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ধর্ষিতা কিশোরী মিলিকে ভয়ভীতি দেখিয়ে এলাকাছাড়া করেন।
এবিষয়ে ফাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সামন চাচায় নামে ধর্ষণের অভিযোগ ওঠার পর এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা তাকে সম্মানের সাথে রানিরহাট বাজারে নিয়ে এসেছিলাম। পরে ভুক্তভোগীরা মামলা করতে চায়না বিধায় তারভাই কয়টি জোতার বাড়ি দিয়ে তাকে নিয়ে যায়।
যুবদল নেতা মোঃ তুষার আহমেদ বলেন, সামনের কাছ থেকে কোন টাকা পয়সা নেয়নি।
২নং চরাদি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমি কোন সালিশ বিচার করিনি। এ সব বিষয় নিয়ে কথা বলতে চাইনা।
অভিযুক্ত সামনের ব্যবহৃত নম্বরে কল দেয়া হলে তিনি তা ফোন রিসিভ করেন নি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি, এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। এ সকল কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হয়। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল
জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা