জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বিশেষ প্রতিনিধি:
উৎসাহ উদ্দীপনা এবার বরিশাল সহ সন্নিহিত এলাকার প্রায় দু’হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সমগ্র বরিশালকে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হচ্ছে। একই সাথে অন্তত ৫০টি পারিবারিক মন্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে এবার। প্রতিটি পূজামন্ডপেই সিসি ক্যমেরা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে পুলিশের তরফ থেকে । গত বছরের অভিজ্ঞতার আলোকে এবারো পূজামন্ডপ সহ সন্নিহিত এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক তৎপর থাকছে বলে বরিশাল মহানগর পুলিশ ও রেঞ্জ পুলিশের তরফ থেকে বলা হয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বরিশাল পূজা উদযাপন কমিটি এবং গণমাধ্যম সহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করে আসন্ন পূজা উদযাপনের সার্বিক সমস্যা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। মহানগরীর প্রায় ৮০টি মন্ডপে নির্বিঘেœ পূজা উদযাপনের লক্ষ্যে ৪ জন করে সশস্ত্র পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ ও বিশেষ শাখার পুলিশ থাকছে সাদা পোশাকে। এর বাইরে প্রতিটি মন্ডপে শৃঙ্খলা বিধানে আনসার বাহিনীর সদস্য থাকছে। র্যাব তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পুরো নগরীতে টহলে থাকবে বলে জানা গেছে। এছাড়া সেনাবাহিনীর একাধিক মোবাইল টিমও মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলজুড়ে টহলে থাকছে। প্রতিটি পূজা মন্ডপের সাথে পুলিশ ও সেনাবাহিনীর নিয়ন্ত্রন কক্ষ সার্বক্ষনিক যোগাযোগ রাখবে বলে জানা গেছে। ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বুধবার বলেন, জেলা পুলিশের নিয়মিত এসএএফ ছাড়াও রেঞ্জ রিজার্ভ ফোর্স ও আর্মড পুলিশ ব্যাটলিয়নকেও এবার আইনশৃঙ্খলা রক্ষায় কাজে লাগান হচ্ছে। সাথে থাকছে আনসার ও র্যাবের নিয়মিত টহল। প্রতিটি মন্ডপে সশস্ত্র পুলিশ ছাড়াও সাদা পোশাকে আর্মড পুলিশ এবং গোয়েন্দা ও বিশেষ শাখার পুলিশ সার্বক্ষনিক নজরদারী করবে বলে জানান ডিআইজি। এছাড়া জেলা সদর ও থানার কন্ট্রোল রুম থেকেও প্রতিটি পূজা মন্ডপের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হবে বলেও জানিয়েছেন রেঞ্জ ডিআইজি ও বিএমপি কমিশনার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্গাপূজায় বরিশালে র্যাবের তিন স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
বরিশাল ৫: জামায়াত-ইসলামি আন্দোলনের একক প্রার্থী, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি
বিচার বিভাগীয় কার্যক্রম পরিদর্শনে বরিশাল আদালত চত্বরে প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক প্রতিনিধিদল
জেলায় প্রায় ২ হাজার মন্ডপে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা