![]() বরিশালে বিএনপির দুই গ্রুপে সং*ঘ*র্ষ, আহত-৫
৩০ September ২০২৫ Tuesday ৭:১৫:৩০ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বিবির পুকুরপাড় এনেস্ক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা মৎস্যজীবী দল নেতা মনিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে তুমুল সংঘর্ষে রূপ নেয়। এতে মনিরসহ অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর থেকে এলাকায় মৎস্যজীবী দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের (দক্ষিণ) সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বাসায় নেই বলে পরিবারের সদস্যরা জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||