বরিশালে বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর বিবির পুকুরপাড় এনেস্ক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা মৎস্যজীবী দল নেতা মনিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে তুমুল সংঘর্ষে রূপ নেয়। এতে মনিরসহ অন্তত পাঁচজন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর থেকে এলাকায় মৎস্যজীবী দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের (দক্ষিণ) সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বাসায় নেই বলে পরিবারের সদস্যরা জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব : তবে অবস্থা সঙ্কটাপন্ন
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৪
বরিশালে মনোনয়ন দ্বন্দ্বে ক্ষতবিক্ষত বিএনপি
বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু