Current Bangladesh Time
Wednesday October ১, ২০২৫ ১২:৫৮ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!
৩০ September ২০২৫ Tuesday ১০:৩৩:২৭ PM
Print this E-mail this

গৌরনদীতে ‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসান।

অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গা থেকে চাপের কারণে তদন্ত ছাড়াই রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামলাটি এজাহারভুক্ত করেছে পুলিশ। বিষয়টি স্বীকারও করেছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা রাখি। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নাটকীয় মামলার আসামি সাংবাদিক মোল্লা ফারুক হাসান অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর কটকস্থল বাসস্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনের সামনে স্থানীয় হারুন-অর রশিদ বেপারী ও মো. হিরা মাঝির মধ্যে বিরোধ বাধে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হন সাংবাদিক ফারুক। পরদিন ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এরপর হারুন-অর রশিদ বেপারী প্রতিপক্ষ হিরা মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে গত রবিবার থানায় লিখিত অভিযোগ করলে তাতে সাংবাদিক ফারুকের নামও যুক্ত করা হয়। অভিযোগে ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির কথা উল্লেখ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক হাসানের দাবি, ঘটনার সময় পুলিশ নিজেই সেখানে উপস্থিত ছিল। তারপরও মনগড়া অভিযোগকে মামলা হিসেবে এজাহারভুক্ত করেছে থানা পুলিশ।

তিনি বলেন, ‘যেখানে সাধারণত হুমকি-ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ। সেখানে ঘটনার সময় থানা পুলিশ ওই ফিলিং স্টেশনে উপস্থিত থাকা সত্ত্বেও মনগড়াভাবে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবি মতো গুরুতর অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িঘড়ি করে আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়ার বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক।’ মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মামলার বাদী হারুন-অর রশিদ বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘একটা মামলা হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখির সঙ্গে কথা হলে তিনি মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘পেট্রোল পাম্প নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। উভয় পক্ষই সংবাদকর্মীদের দিয়ে পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশ করেছে। এমনকি উভয় পক্ষ গৌরনদী থানার ওসির বিরুদ্ধেও মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। একটি পক্ষ প্রথমে থানায় অভিযোগ করলে পরে তা মামলার এজাহার হিসেবে রেকর্ড করা হয়।’

তিনি আরও বলেন, ‘যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁকে আমি বলেছি, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে ঠিক আছে। যদি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, বাসায় ঘুমান। পুলিশ আপনাকে খুঁজবে না এবং কোনো ধরনের বিরক্তও করবে না।’

তদন্ত ছাড়া কেন একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি এজাহারভুক্ত হলো জানতে চাইলে এএসপি শারমিন সুলতানা রাখি স্বীকার করে বলেন, ‘চারদিক থেকে অনেক বেশি চাপ আসার কারণে ওই মামলাটি নেওয়া হয়েছে।’

এদিকে তদন্ত ছাড়াই গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মিথ্যা মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও পৃথক বিবৃতিতে একই দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, গৌরনদী প্রেসক্লাব, কালকিনি সাংবাদিক ফোরাম, আগৈলঝাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব : তবে অবস্থা সঙ্কটাপন্ন
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৪
বরিশালে মনোনয়ন দ্বন্দ্বে ক্ষতবিক্ষত বিএনপি
বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com