Current Bangladesh Time
Tuesday September ৩০, ২০২৫ ১১:১৮ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » ডেঙ্গুতে বরগুনায় তিনজনের মৃত্যু
৩০ September ২০২৫ Tuesday ৬:২৭:১২ PM
Print this E-mail this

ডেঙ্গুতে বরগুনায় তিনজনের মৃত্যু


বরগুনা প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। নিহত তিনজনই বরগুনা জেলার বাসিন্দা। তাদের মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অসীম সরকার (৩৮), সদর উপজেলার নয়াকাটা এলাকার মো. বাবুল (৩৩) এবং আমতলী উপজেলার আব্দুল হক (৬৮)। এর মধ্যে দুইজন বরগুনায় এবং একজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ হাজার ৬৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৩৮ জন। 

এদিকে বিভাগজুড়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩ জন। তাদের মধ্যে বরগুনায় ১৪ জন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং পটুয়াখালীতে একজন রয়েছেন। সবচেয়ে বেশি রোগীও শনাক্ত হয়েছে বরগুনায়, যেখানে ৭ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ডেঙ্গুর বাড়তি প্রাদুর্ভাব ও মৃত্যুর ঘটনায় বরগুনা জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা
তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব : তবে অবস্থা সঙ্কটাপন্ন
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৪
বরিশালে মনোনয়ন দ্বন্দ্বে ক্ষতবিক্ষত বিএনপি
বরিশাল-ঢাকা মহাসড়কের প্রশস্ত বাড়ছে, তহবিল পেলেই ৬ লেনের কাজ শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com