" />
AmaderBarisal.com Logo

দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে


আমাদেরবরিশাল.কম

৬ October ২০২৫ Monday ৬:৩৪:৫৪ PM

বরগুনা প্রতিনিধি:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী খাদিজা আক্তারকে জামিন দেয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার পরোয়ানার প্রেক্ষিতে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয় মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, মাসুদ করিমের গ্রহণযোগ্য আয় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অথচ তার নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং স্ত্রীর নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদ পাওয়া গেছে। পারিবারিক ব্যয় হিসেবে দেখানো হয়েছে ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। সব মিলিয়ে তাদের অর্জিত মোট সম্পদের পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা, যার মধ্যে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তাছাড়া, তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।

এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, ‘অভিযোগপত্র গ্রহণের পর আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আল মাসুদ করিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার স্ত্রী খাদিজা আক্তারের জামিন মঞ্জুর করেন।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।