Current Bangladesh Time
Wednesday October ৮, ২০২৫ ৫:০২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে
৬ October ২০২৫ Monday ৬:৩৪:৫৪ PM
Print this E-mail this

দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে


বরগুনা প্রতিনিধি:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী খাদিজা আক্তারকে জামিন দেয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার পরোয়ানার প্রেক্ষিতে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয় মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, মাসুদ করিমের গ্রহণযোগ্য আয় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অথচ তার নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং স্ত্রীর নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদ পাওয়া গেছে। পারিবারিক ব্যয় হিসেবে দেখানো হয়েছে ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। সব মিলিয়ে তাদের অর্জিত মোট সম্পদের পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা, যার মধ্যে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তাছাড়া, তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।

এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, ‘অভিযোগপত্র গ্রহণের পর আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আল মাসুদ করিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার স্ত্রী খাদিজা আক্তারের জামিন মঞ্জুর করেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা
বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com