Home » দুমকি » পটুয়াখালী » প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুমকিতে দুই জেলের কারাদণ্ড
৭ October ২০২৫ Tuesday ৪:২৫:১৫ PM
প্রজনন মৌসুমে ইলিশ শিকার : দুমকিতে দুই জেলের কারাদণ্ড
দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে জেলেদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের আ. সোবাহান হাং (৫৫) এবং আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাফ মৃধা (৫২)। এ সময় কাইয়ুম (১৪) নামে এক অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকার পায়রা নদীতে অভিযান চালিয়ে নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। পরে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত দুই জেলেকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
মৎস্য কর্মকর্তা আরও জানান, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড
সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক
বরিশাল-৫: মনোনয়ন লড়াইয়ে সরোয়ার-আলালসহ ৬ হেভিওয়েট
বরিশালে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেড়েছে মাছ-সবজির দাম